অন্যান্য মামলায় ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে আরো ১ হাজার ৯৯ জনকে।
Published : 13 Feb 2025, 08:09 PM
অপরাধীদের গ্রেপ্তারে সারাদেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর পঞ্চম দিনে আরো ৫৬৬ জন গ্রেপ্তার করা হয়েছে।
তার আগের ২৪ ঘন্টায় গ্রেপ্তারের সংখ্যা ছিল ৫৯১।
বৃহস্পতিবার সন্ধ্যার পরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ অভিযানের পঞ্চম দিনে ৫৬৬ জনসহ সব মিলিয়ে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে অন্যান্য মামলায় ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ১ হাজার ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগের ২৪ ঘন্টায় সব মিলিয়ে ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছিল পুলিশ সদর দপ্তর।
যাদের ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক করা হচ্ছে তাদের কি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সে তথ্য বৃহস্পতিবারও নেই পুলিশ সদর দপ্তরের বার্তায়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের পাশাপাশি ম্যাগজিনসহ দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, একটি করে ছোরা ও রামদা উদ্ধার করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর ‘অপারেশন ডেভিড হান্ট’ নামে এ বিশেষ অভিযানের ঘোষণা দেয় সরকার।
সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হচ্ছে।