তদন্ত কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় প্রথমে তাকে শোকজ ও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
Published : 13 Feb 2025, 11:17 PM
বিদেশি শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এম হারুন অর রশিদকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক এম হারুন অর রশিদের বিরুদ্ধে গত বছরের ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ান এক ছাত্রীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি তাকে শোকজ করা হয়।
কমিটির সুপারিশে গত বছরের ১৪ অক্টোবর সিন্ডিকেটের জরুরি সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।
তদন্তে হারুন অর রশিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলায় ও শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম সভায় তাকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা এ দিন থেকে কার্যকর হবে।