একদল মানুষ ভোজ্যতেল ‘লুকিয়ে রেখেছে’।
Published : 04 Mar 2025, 02:15 PM
দেশে নিত্যপণ্যের কোন ‘ঘাটতি না থাকায়’ রমজানে কোনো পণ্যের দাম ‘আকাশচুম্বি হয়নি’ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা কথা বলছিলেন।
সেখানে সাখাওয়াত হোসেন বলেন, “দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এ কারণে আপনারা দেখছেন, এখন পর্যন্ত আকাশচুম্বী কোন দাম হয়নি। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, বেগুন লেবু শশা এটা প্রতি বছরই এরকম করে। তার পরেও ভোক্তা অভধিকার লেগে আছে। শাক-শবজির দাম বাড়েনি বরং যা ছিল তাই আছে।"
একদল মানুষ ভোজ্যতেল ‘লুকিয়ে রেখেছে’ মন্তব্য করে উপদেষ্টা বলেন, “এটা কিন্তু রোজা আসার পনের বিশ দিন আগে থেকে তারা শুরু করেছে। সাপ্লাইয়ে কোন ঘাটতি নেই।”
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য বড় জাহাজ থেকে লাইটার জাহাজে বোঝাইয়ের ৭২ ঘণ্টার মধ্যে বন্দরসীমানা ছেড়ে নির্ধারিত গন্তব্যে না গেলে ‘জরিমানা তিনগুণ বেশি’ দিতে হবে বলে সতর্ক করেছেন উপদেষ্টা।
তিনি বলেন, “গত ১৯ তারিখ থেকে আমার একেবারে পূর্ণ নলেজে, ডিজি শিপিংয়ের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি অনেকগুলো লাইটারে মালপত্র নিয়ে এদিক ওদিক বসেছিল। সেই মুহূর্তে খবর আসলো লাইটার নেওয়া হয়েছে, এবং পণ্যগুলো আমরা জানি কি পণ্য। ম্যাজিস্টেট দিয়ে তাদেরকে বের করা হয়েছে, জরিমানা করা হয়েছে। এর মধ্যে অনেক বড় বড় নামও আছে।
“এটা চলমান আছে। চিটিগাং পোর্টে জারিমানা তিনগুণ করে দেওয়া হয়েছে। এখন প্রতি দিনে ৪৮ ডলার করে দিতে হবে। যাতে এখানে কেউ স্টোর করতে না পারে। পোর্টে নামলেই তিনদিন হল ফ্রি ডেইজ, অর্থাৎ তিন দিনের পরে চতুর্থ দিন না নিলে প্রতি দিন ৪৮ ডলার জরিমানা। আমরা নৌ মন্ত্রণায় এটাকে কঠোরভাবে দেখছি।”
অনুষ্ঠানে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়া এম ভি আল-বাখেরা নৌযানের নিহত ৬ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।
সচিবালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ ও আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক তুলে দেন উপদেষ্টা।