হিন্দু ও সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং তাদের উপাসনালয়গুলোর সুরক্ষা নিশ্চিতের আহ্বান দেশটির।
Published : 12 Oct 2024, 08:30 PM
বাংলাদেশে একটি মণ্ডপে হামলা এবং আরেকটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মুকুট চুরির ঘটনাকে ‘কঠোরভাবে নিন্দার যোগ্য’ হিসেবে অভিহিত করেছে ভারত সরকার।
শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, ঢাকার তাঁতীবাজারে একটি পূজা মণ্ডপে হামলা হয়েছে এবং সাতক্ষীরায় পবিত্র যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
“এই ঘটনাগুলো কঠোরভাবে নিন্দার যোগ্য। গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, এগুলো মন্দির ও দেব-দেবীর অবমাননা ও ক্ষয়ক্ষতির একটি সুপরিকল্পিত ধারার অংশ।”
বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদীর দেওয়া উপহারের মুকুট চুরি হয়।
বাংলাদেশ সফরে এসে ২০২১ সালের ২৭ মার্চ ওই মন্দির পরিদর্শন করেন মোদী। তখন তিনি উপহার হিসেবে এই সোনার মুকুট কালী প্রতিমার মাথার পরিয়ে দেন।
মন্দিরের সেবায়েত রেখা সরকার বলেন, বৃহস্পতিবার দুপুরে মন্দিরে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি তার কাছে চাবি দিয়ে চলে যান।
“এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য অসাবধানতাবশত মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউবওয়েলে যাই। সেখান থেকে এক-দুই মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুটটি নেই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে সেটি জানাই।”
মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আনুমানিক ৩৫ বছরের এক ব্যক্তি বেলা ২টা ৪৯ মিনিটে মন্দিরে প্রবেশ করেন। এরপর এদিক-ওদিক কেউ আছে কি না দেখেন এবং কালী প্রতিমার পেছন দিকের কাপড়ের পর্দা ভেদ করে মুকুটটি নেন তিনি।
মুকুটটি খুলে পিঠের দিক থেকে টিশার্টের মধ্যে ঢোকান জিন্স প্যান্ট ও সাদা টিশার্ট পরা ওই যুবক। এরপর তা নিয়ে নির্বিঘ্নেই বেরিয়ে যান।
ওই ঘটনায় পুলিশ সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালেও এখনও প্রকৃত চোরকে গ্রেপ্তার ও মুকুট উদ্ধার করতে পারেনি।
এদিকে শারদীয় দুর্গোৎসবে অষ্টমীর দিকে শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতীবাজারে পূজা মণ্ডপ লক্ষ্য করে ‘পেট্রোল বোমা’ ছোঁড়া হয়। সলতেসহ ওই অবিস্ফোরিত ওই বোমা উদ্ধার করে পুলিশ।
হামলাকারীদের ছুরিকাঘাতে প্রাথমিকভাবে মণ্ডপের চারজন স্বেচ্ছাসেবকের আহত হওয়ার তথ্যও পাওয়া যায়। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, এটা ছিনতাইকারীদের কাজ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটকের তথ্য দিয়েছে বাহিনীটি।
ওই হামলার ঘটনায় আহতদের দেখতে শনিবার হাসপাতালে গিয়ে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
এই ঘটনায় জড়িত দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
নাহিদ ইসলামকে উদ্ধৃত করে তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেব না। দুষ্কৃতিকারী যেই হোক, তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”
তাঁতী বাজার ও সাতক্ষীরার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই হিন্দু ও সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং তাদের উপাসনালয়গুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য, বিশেষত এই শুভ উৎসবের সময়ে।"
তাঁতীবাজার মণ্ডপে 'পেট্রোল বোমা' নিক্ষেপ, পুলিশ বলছে 'ছিনতাইকারী'