নির্বাচনি প্রচারে অংশগ্রহণের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বলে দাবি করেছেন তিনি।
Published : 09 Apr 2024, 11:06 PM
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ফয়েজ আহম্মদকে আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন-ইসি।
মঙ্গলবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ চিঠি ফয়েজ আহম্মদের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, “গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও ভিডিও চিত্রে দেখা যায়, আপনি (ফয়েজ আহম্মদ) পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন ১৩ নম্বর ভূরিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবেল মোল্লার নির্বাচনি প্রচারণার সময় উপস্থিত ছিলেন।
“ইউনিয়ন পরিষদের নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনের আগে নির্বাচনি এলাকায় প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে পারবেন না, শুধু ভোট দিতে পারবেন।”
ফয়েজ আহম্মদকে যথাযথভাবে আচরণবিধি পালনে চিঠিতে নির্দেশনা দিয়েছে ইসি।
তবে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বলে দাবি করেছেন ফয়েজ আহম্মদ।
ইসির ওই চিঠি হাতে না পাওয়ার কথা জানিয়ে তিনি মঙ্গলবার রাত ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি রুবেল মোল্লার কোনো নির্বাচনি প্রচারণায় ছিলাম না। এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।
“রুবেল আমার ভাগিনা। গত ২৯ মার্চ আমার বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ছিল। সেখানে রুবেলসহ আমার সব আত্মীয়স্বজন, এলাকাবাসী, রাজনীতিবিদরা ছিলেন। আমি যখন সেই অনুষ্ঠানে কথা বলেছি, সেখানে রুবেল ছিল না। এটি সম্পূর্ণ মিথ্যা যে, আমি তার নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছি।”
এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুবেল আহমেদের প্রার্থিতা কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে ওই প্রার্থীকে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।