"রাতে খবর পাই কাউসার ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।"
Published : 08 Feb 2025, 01:35 AM
ঢাকার যাত্রবাড়ীর মাতুয়াইলে 'ছিনতাইকারীর ছুরিকাঘাতে' এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিহত কাউসার হাওলাদারের বাড়ি পিরোজপুর সদর উপজেলার হরিনা গ্রামে। তার বাবার নাম হায়দার আলী। তিনি মাতুয়াইলের মৃধা বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন; কাজ করতেন মশার কয়েলের ‘স্ট্যান্ড’ তৈরির কারখানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “কাউসারকে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।"
কাউসারকে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী পরিচয় দেওয়া শারমিন আক্তার।
তিনি বলেন, "কাউসার আমার কাছে ৫০০ টাকা চেয়েছিল। আমি টাকা দিতে গিয়েছিলাম। মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় তিন ছিনতাইকারী তার সড়ক আটকে বুকে ছুরিকাঘাত করে। ছিনাইকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়।"
কাউসারের দুলাভাই শহীদুল ইসলাম বলেন, "রাতে খবর পাই কাউসার ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।"