“আমরা রিটে চেয়েছি রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন; তেমনই রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন,” বলেন আইনজীবী ওমর ফারুক।
Published : 11 Mar 2025, 04:13 PM
স্পিকারের কাছে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে।
রিট মামলাকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক।
তিনি বলেন, “বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়।
“আমরা রিটে চেয়েছি রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন। তেমনই রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন।”
আইনজীবী ওমর ফারুক জানান, বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত সোমবার রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা করেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী। এ মামলায় আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন:
প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির শপথের নিয়ম চেয়ে রিট আবেদন