বিমানবন্দর এবং এর দক্ষিণ দিকে লো মেরিডিয়ান হোটেল থেকে উত্তর দিকে স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় হর্ন বাজানো বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Published : 20 Sep 2024, 12:09 AM
চলতি বছরের অক্টোবর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখার ঘোষণা এসেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই ঘোষণা বাস্তবায়নে একটি সমন্বিত কার্যক্রম নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিআরটিএ, ঢাকা ট্রাফিক, রোডস অ্যান্ড হাইওয়ে, পরিবেশ অধিদপ্তর, এপিবিএন, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, শিক্ষক, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থা এই সমন্বিত উদ্যোগের সক্রিয় অংশীজন হিসেবে নিজ নিজ কর্মপরিধি অনুযায়ী গৃহীত উদ্যোগ বাস্তবায়ন করবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমানবন্দরের দক্ষিণ দিকে লো মেরিডিয়ান হোটেল থেকে উত্তর দিকে স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় হর্ন বাজানো বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে গৃহীত সমন্বিত উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য হল বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত এলাকা ঘোষণা করা; সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনসচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার, বিলবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ, ইলেক্ট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচার কার্যক্রম, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, হযরত শাহজালাল বিমানবন্দরের ভেতরে যথাযথ পার্কিং, বিআরটিএ এর মাধ্যমে গাড়ি চালক ও গাড়ির মালিকদের ক্ষুদে বার্তা দেওয়া, আইন অমান্যকারীদের জন্য ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ৭ দিনের জন্য লো মেরিডিয়ান থেকে উত্তর দিকে স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত তিনটি পয়েন্টে মোবাইল কোর্ট সক্রিয়ভাবে কাজ করবে। প্রয়োজনীয় ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া সব গাড়ির চালক, যাত্রী এবং গাড়ি মালিকদের প্রতি এই উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়নের আহ্বান রেখেছেন বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিতকরণ
হর্ন মুক্ত ঘোষণার পাশাপাশি ১ অক্টোবর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বিভিন্ন উদ্যোগের কথা অবহিত করেছে বেবিচক।
বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তিতে তারা বলছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হল- প্লাস্টিকের বোতল এর পরিবর্তে সম্ভাব্য ক্ষেত্রে পানির জন্য ফিল্টার, কাচের জগ/গ্লাস বা স্টেইনলেস স্টিলের গ্লাস ব্যবহার, প্লাস্টিক ফোল্ডারের পরিবর্তে পুনঃব্যবহারযোগ্য কাগজ বা উপকরণের ব্যবহার, কাঠ বা বাঁশ দিয়ে তৈরী পরিবেশবান্ধব উপকরণের ব্যবস্থা করে খাবার পরিবেশন, পাটের ব্যাগ ব্যবহার বৃদ্ধিকরণ, প্লাস্টিকের ডাস্টবিন ও পলিথিন এর ব্যবহার এর পরিবর্তে স্টেইনলেস স্টিলের বিন ও বায়োডিগ্রেডেবল বা পুনঃব্যবহারযোগ্য উপকরণ এর ব্যবহার বৃদ্ধিকরণ ইত্যাদি।
সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের এলাকায় প্রয়োজনীয় সাইনেজ এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। এগুলোর মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো হবে।