মঙ্গলবার প্রাথমিক শুনানিতে রিট আবেদনটি জরিমানাসহ খারিজের আবেদন করেছিলেন অ্যাটর্নি জেনারেল।
Published : 01 Sep 2024, 01:16 PM
কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে ‘নির্বিচারে হত্যার’ অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং ক্ষমতাচ্যুত দলটি নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চে এ আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আবেদনকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে গত ১৯ অগাস্ট এ রিট মামলা করেন ‘সারডা সোসাইটি’ নামের একটি মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুর।
গত মঙ্গলবার রিটের প্রাথমিক শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রিট আবেদনটি জরিমানাসহ খারিজের আবেদন করেছিলেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায়-অবিচারের শিকার হয়েছে মানুষ; অনেক গুম-খুন হয়েছে। সেগুলোর বিচারের জন্য আইন ও আদালত রয়েছে।
“তবে আওয়ামী লীগের অনেক ভালো নেতাকর্মীও রয়েছেন, তারা দলের মতাদর্শ ধারণ করেন। এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই। তাদের রাজনৈতিক অধিকার খর্ব করার ইচ্ছা এ সরকারের নেই।”
ওই দিন শুনানি শেষে আদেশের জন্য ১ সেপ্টেম্বর দিন ঠিক করেছিল আদালত।
আরও পড়ুন:
আওয়ামী লীগ: দল নিষিদ্ধ করার সুযোগ নেই, বললেন অ্যাটর্নি জেনারেল
আওয়ামী লীগ নিষিদ্ধ করা সমীচীন হবে না: আইন উপদেষ্টা