Published : 17 Jun 2024, 07:42 PM
হজের আনুষ্ঠানিকতার দিন মক্কা নগরী থেকে মোবাইল ফোনে ৪ কোটি ২২ লাখ কল করা হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৬৩ লাখ কল ছিল লোকাল, অর্থাৎ সৌদি আরবের ভেতরে। বাকি ৫৯ লাখ কল গেছে দেশের বাইরে।
সৌদি আরবের কমিউনিকেশনস, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশনকে উদ্ধৃত করে সৌদি গেজেট এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, এসব কলের ৯৯ শতাংশই ছিল সফল।
পরিসংখ্যানে দেখা যায়, এদিন ডেটার ব্যবহার ৫ দশমিক ৬১ হাজার টেরাবাইটে পৌঁছে, যা ১ হাজার ৮০ পিক্সেল ফুল এইচডিতে ২৩ লাখ ঘণ্টা ভিডিও দেখার সমান।
এই হিসাবে এক দিনে মাথা পিছু ৭৬২ মেগাবাইট ডেটা ব্যবহার হয়েছে, যা বৈশ্বিক গড় ব্যবহার ৩৮০ মেগাবাইটের দ্বিগুণ।
এদিন মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ছিল সেকেন্ডে গড়ে ৩৮৬ দশমিক ৬৬ মেগাবিট, আপলোড স্পিড ছিল সেকেন্ডে গড়ে ৪৮ দশমিক ৭৯ মেগাবিট।
সৌদি আরবের তথ্য প্রযুক্তি খাত তার প্রযুক্তিগত প্রস্তুতি এবং দক্ষ কর্মীদের মাধ্যমে উচ্চ ডাউনলোড গতি নিশ্চিত করে গ্রাহকদের চাহিদা পূরণ করছে। এটি হজযাত্রীদের স্থানীয় এবং আন্তর্জাতিক কলের সুবিধাও নিশ্চিত করছে বলেও উল্লেখ করেছে সৌদি গেজেট।