রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
Published : 24 Jan 2025, 10:34 AM
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টা ২৩ মিনিটে কম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন গবেষণা কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা থেকে ৪৮৯ কিলোমিটার উত্তর পূর্বে ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চল ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ১।
এর আগে গত ৩ জানুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫।
গত ২ ডিসেম্বর ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। তারও আগে গত অক্টোবরে ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
গত ১৭ সেপ্টেম্বর নরসিংদী অঞ্চলে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প হয়, যা রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়।
তার আগে ১৪ অগাস্ট সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়।
আগের খবর