১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকায় কেনা সার্ভার ও ইউপিএস জেলা ও উপজেলায় পাঠানো হলেও ব্যবহার হয়নি। এই ঘটনায় মামলা করেছে দুদক।
Published : 16 Oct 2024, 06:58 PM
সরকারি একটি প্রকল্পের আওতায় কেনা ১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস ব্যবহার না করার ঘটনায় করা দুর্নীতির মামলায় ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোস্তাক আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন-দুদকের উপসহকারী পরিচালক মো. নাজির আকন্দ নাকিব আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে বিচারক এই আদেশ দেন।
এদিন বেলা সাড়ে ১২ টায় রাজধানীর সেগুনবাগিচা থেকে মোস্তাককে গ্রেপ্তার করা হয়।
গত ২০ আগস্ট প্রকল্পের ১৫ কোটি ১১ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে মোস্তাক ও ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরিচালক শুধাংশু শেখর ভদ্রর বিরুদ্ধে মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়, পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি' শীর্ষক প্রকল্পের আওতায় ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা থেকে ৫০০টি এইচপি সার্ভার এবং উইনার ইউপিএসসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কেনা হয়। পরে জেলা ও উপজেলা পর্যায়ে ডাকঘরগুলোতে বিতরণ করা হয় সেসব সরঞ্জাম।
কিন্তু সেসব যন্ত্রের কোনটিই ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। কোনো কোনো ক্ষেত্রে মেশিন ও যন্ত্রাংশ প্যাকেটজাত অবস্থাতেই পড়ে ছিল। এসব মেশিন কী কাজে ব্যবহার করা হবে তার কোনো নির্দেশনা প্রকল্প কর্তৃপক্ষ না দেওয়ায় যন্ত্রগুলো কোনো কাজে আসেনি।
এসব কারণে শুধাংশু ও মোস্তাকের বিরুদ্ধে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর ২৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তারা সরকারি অর্থের অপব্যবহার করে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।