Published : 30 Apr 2025, 04:27 PM
রাজধানীর উত্তরায় দিনে দুপুরে জোর করে এক ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনার ১২ দিন পর দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, ‘পাওনা টাকা আদায়ের জন্য’ চার জন মিলে আরিফ নামের এক ব্যক্তিকে অপহরণ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ে যায়। টাকা পাওয়ার পর তাকে ছেড়েও দেওয়া হয় বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন।
বুধবার ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, খিলগাঁও ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানার পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাসানুজ্জামান শাওন (৩৬) ও আমির হোসেন (৩২)। অভিযানে অপহরণে ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ।
গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশের সড়ক থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ওই রাতে ফেইসবুকে পোস্ট করেন নোমান আহমেদ নাফিজ নামের বিশ্ববিদ্যালয়ের এক ভর্তিচ্ছু। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাওয়া মাস্ক পরা এক ব্যক্তিকে জবরদস্তি করে প্রাইভেট কারে তোলেন তিন ব্যক্তি। তখন আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন ওই ব্যক্তিরা। এরপর গাড়িটি বিমানবন্দরের দিকে দ্রুত সটকে পড়ে।
ওই ঘটনার পর প্রথম দুই দিন বিষয়টি নিয়ে কূল কিনারা করতে পারেনি বলে পুলিশ জানিয়েছিল।
এখন বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, ওই ব্যক্তিকে অপহরণ করার পর গাড়িটি ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তরা-পূর্ব থানা পুলিশের নজরে আসে। থানার একটি দল ঘটনাস্থল ও আশেপাশের ক্লোজড সার্কিট ক্যামেররা ভিডিও বিশ্লেষণ করে ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের ও অপহরণে ব্যবহৃত সেডান কারটি শনাক্ত করে।
এরপর সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে হাসানুজ্জামান শাওনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত কারটি জব্দ করা হয়। পরবর্তীতে শাওনের তদেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্ব চনপাড়া থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তবে পুলিশ এখনো ঘটনার শিকার আরিফ নামের ওই ব্যক্তিকে খুঁজে পায়নি, অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে ও আরিফের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।
গাড়িতে তুলে নেওয়ার ভিডিও: ৪৮ ঘণ্টা পরও 'অন্ধকারে' পুলিশ
উত্তরায় প্রকাশ্যে গাড়িতে তুলে নেওয়ার ভিডিও ফেইসবুকে, দিশা ‘পাচ্ছে না’ পুলিশ