শুক্রবার শাহ কামালের মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে প্রায় ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
Published : 18 Aug 2024, 06:59 PM
বাসা থেকে তিন কোটি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালসহ দুই আসামিকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের এই মামলায় অন্য আসামি হলেন শাহ কামালের ব্যবসায়িক অংশীদার মো. নসরত হোসেন।
রোববার আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ রেজাউল।
আসামিপক্ষের আইনজীবী সালাহউদ্দীন মিয়াজিসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম মাহবুব আহম্মেদ জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।
ডিএমপির সংবাদমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান শনিবার রাতে জানিয়েছিলেন, শুক্রবার শাহ কামালের মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে প্রায় ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল। এর ধারাবাহিকতায় শনিবার রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাসায় তিন কোটি টাকা: সাবেক সচিব শাহ কামাল গ্রেপ্তার
বাবর রোডের এফ ব্লকের একটি ভবনের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩ হাজার ডলার, ১ হাজার ৩২০ মালেশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরি ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার দক্ষিণ কোরিয়ান ইয়ান ও ১৯৯ চাইনিজ ইয়ান পাওয়া যায়।
সে সময় শাহ কামাল বাসায় ছিলেন না।
এই অর্থ উদ্ধারের ঘটনায় সেদিনই একটি মামলা হয়, যেখানে শাহ কামালকে গ্রেপ্তার দেখানো হয়।
আসামিদের বিরুদ্ধে ১৯৪৭ সনের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় মোহাম্মদপুর থানায় মামলা করেন এসআই মো. সহিদুল ইসলাম মাসুম।
শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও পরে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে কাজ করেছেন।
মামলার আরেক আসামি নসরতের বাড়ি শরীয়তপুরের পালংয়ের দক্ষিণ বালুচরায় ।