শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও পরে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে কাজ করেছেন।
Published : 18 Aug 2024, 12:02 AM
ঢাকার মোহাম্মদপুরে একটি বাসায় অভিযান চালিয়ে তিন কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রার সন্ধান পাওয়ার ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ঢাকার মহাখালী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির সংবাদমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গতকাল (শুক্রবার) শাহ কামালের বাবর রোডের বাসা থেকে প্রায় ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।“
শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও পরে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে কাজ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের একটি ভবনের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এই অর্থ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করে পুলিশ। সে সময় শাহ কামাল বাসায় ছিলেন না।
তার বাসায় পাওয়া বিদেশি মুদ্রার মধ্যে ছিল ৩ হাজার ডলার, ১ হাজার ৩২০ মালেশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরি ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার দক্ষিণ কোরিয়ান ইয়ান ও ১৯৯ চাইনিজ ইয়ান।
এই অর্থ উদ্ধারের ঘটনায় সেদিনই একটি মামলা হয়, সেই মামলাতেই শাহ কামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই টাকা ও বিদেশি মুদ্রার বিষয়ে শাহ কামালের কোনো বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তিনি এ নিয়ে কোনো সংবাদ মাধ্যমেই কোনো বক্তব্য দেননি। অর্থের উৎস নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি।