তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম এম. এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
Published : 05 Feb 2025, 11:24 AM
রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম এম. এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য জানিয়েছেন।
সকালে কড়া নিরাপত্তায় তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে, সেই শুনানি নিয়ে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, “সরকার পতনের দিন গত ৫ অগাস্টে রুবেলসহ কয়েকশ ছাত্রজনতা বেলা ১১টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
“এ ঘটনায় ২২ অগাস্টে আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলা করেন।“
ওই মামলায় আসামি করা হয় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে।