এক বছরে ভোটার বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ।
Published : 02 Mar 2025, 10:57 AM
প্রতিবারের মত এবারও জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, দেশে এখন চূড়ান্ত ভোটার সংখ্যা হচ্ছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
রোববার আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ইসি কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। ওই বছর শেষে যোগ হয় আরো ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এছাড়া রিভাইজিং অথরিটির যাচাই-বাছাইয়ে যোগ হয় আরো ৪৮ হাজার ৭৬২ জন।
সব মিলিয়ে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন; যাদের মধ্যে ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন পুরুষ। নারী ভোটারের সংখ্যা ছয় কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। আর হিজড়ার সংখ্যা ৯৯৪।
সবমিলিয়ে এক বছরে ভোটার বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ।
ভোটার দিবস উপলক্ষে রোববার নির্বাচন ভবনের সামনে শোভাযাত্রা করেন নির্বাচন কমিশনের কর্মীরা। সেখানে সিইসি নাসির উদ্দিন বলেন, “অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গেল ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে ৫০ লাখের বেশি মানুষের তথ্য। নতুনদের যুক্ত করার পাশাপাশি মৃতদের বাদ দিয়ে আগামী জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার সংখ্যা নির্ধারিত হবে।
আরও পড়ুন