Published : 15 Jul 2024, 05:10 PM
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের সংগঠন ‘গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম’ এর নির্বাচনে সভাপতি হয়েছেন তমিজ উদ্দীন আহমেদ; মহাসচিব হয়েছেন আহসান হাবীব সুমন।
তমিজ উদ্দীন পরিকল্পনা বিভাগ সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এবং আহসান হাবীব সুমন জাতীয় রাজস্ব বোর্ডের সিস্টেম অ্যানালিষ্ট হিসেবে কর্মরত।
ঢাকার শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ ভবনে শনিবার ফোরামের ভোটগ্রহণ হয় বলে সোমবার সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শাহীন মিয়া, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট মিহির কান্তি সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট আবু রায়হান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরের প্রোগ্রামার জিকরা আমিন।
যুগ্ম মহাসচিব হয়েছেন, ডাক অধিদপ্তরের প্রোগ্রামার মো. মনিরুজ্জামান ও আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামার জাকির হোসেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের আজিমুল ইসলাম, বস্ত্র অধিদপ্তরের কাজী শাহাদাত হোসেন, আইসিটি অধিদপ্তরের সলিল চাকমা, সজীব চৌধুরী, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের আমিনুল ইসলাম, ভূমি সংস্কার বোর্ডের শামসুদ্দিন আহমেদ, আইএমইডির রাফিদ শাহরিয়ার এবং জনপ্রশাসন মন্ত্রণালয় শরিফুল ইসলাম তারেক ও মন্ত্রিপরিষদ বিভাগের এবাদুল হক রুবেল।
নতু সভাপতি তমিজ উদ্দীন বলেন, “আইসিটি ফোরামের সকল সদস্য প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যেমন অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করেছে, এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও ঠিক তেমনই নিরলস কাজ করে যাবে।”