তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
Published : 08 Oct 2024, 10:05 PM
সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম ও তার স্ত্রী মাহিন ইমামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের এক আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন বলে আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান।
তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ অবস্থায় তানভীর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
আবেদনে তিনি বলেন, তানভীর ইমামের নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আদালতে দুদকের পক্ষে আবেদনের শুনানি করেন সংস্থাটির আইনজীবী মীর আহমেদ আলী সালাম। শুনানি নিয়ে পরে আদেশ আদেন বিচারক।
তানভীর ইমাম শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে দশম ও একাদশ সংসদে তিনি এমপি হয়েছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি।