“তাকে কে বা কারা ছুরিকাঘাত করেছে জানা যায়নি,” বলেন পরিদর্শক ফারুক।
Published : 21 Jan 2025, 02:21 PM
ঢাকার পল্টনের বিজয়নগর এলাকায় ছুরিকাঘাতে সাজু মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন।
পেশায় প্রাইভেটকার চালক সাজু কর্মস্থলে যাওয়ার সময় সোমবার রাত সাড়ে ৩টার দিকে ছুরিকাঘাতে আহত হন।
পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ভোর সাড়ে ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
২২ বছর বয়সী সাজুর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মোতালেব মোল্লা।
মুগদার মান্ডা ঝিলপাড় এলাকায় স্ত্রী ও দুই বছর বয়সী এক ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন সাজু। তিনি পল্টন বটতলা মসজিদ এলাকার এক ব্যক্তির ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাই আলমগীর মোল্লা বলেন, “রাতে মালিক ফোন দিয়ে যেতে বলছে। তখন সাজু চাচাত ভাই বায়েজিদের অটোরিকশায় করে রওনা দেন।
“বায়েজিদ তাকে বিজয়নগর নামিয়ে দিলে পায়ে হেটে পাশের গলিতে ঢুকে যায়। কিছু সময় পর খবর পাই, সাজুকে ছুরি দিয়ে কোপানো হয়েছে। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সে মারা যায়।”
পরিদর্শক ফারুক বলেন, “তাকে কে বা কারা ছুরিকাঘাত করেছে জানা যায়নি। তবে তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যেতে পারে।”
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।