অভিযানে ২৪৯টি চিমনি ভেঙে ফেলা ও ১৩৫টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
Published : 28 Feb 2025, 12:00 AM
দেশে গত জানুয়ারির ২৫ দিনে অভিযান চালিয়ে ৩৮৪টি ইটভাটা বন্ধ ও ১৮ কোটি টাকা জরিমানা করার তথ্য দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বায়ু ও শব্দ দূষণ, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহ, অবৈধ ইটভাটা এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমন ব্যবস্থার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এসব অভিযান চালায়।
“৫২০টি অভিযান চালানো হয়। আদালত ১ হাজার ২৪৫টি মামলা করে। জরিমানা করা হয় ১৮ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ২৪৯টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। বন্ধের নির্দেশ দেওয়া হয় ১৩৫টি ইটভাটা। এছাড়া ৩৫টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের ভাষ্য, গত ৩ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩৪২টি ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। ৬৫০টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয় ৪৯ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা।
১৫৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ১১টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করার তথ্যও বিজ্ঞপ্তিতে তুলে ধরে অধিদপ্তর।