এসব জমির মধ্যে প্রায় ২০ বছর ধরে দখলে থাকা ভূমিও রয়েছে।
Published : 16 Oct 2024, 07:09 PM
চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের বেদখল হওয়া ১৫৫ একর জমি পুনরুদ্ধার করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় এসব জমি উদ্ধার করা হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এসব জমির মধ্যে প্রায় ২০ বছর ধরে দখলে থাকা ভূমিও রয়েছে।
এ ধরনের জমি উদ্ধারের কার্যক্রম অব্যাহত থাকার কথা তুলে ধরে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় এসব জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব জমিতে রাবার বাগান করার কাজ চলছে।
বন বিভাগের চট্টগ্রাম জোনের মহাব্যবস্থাপক এ এ এম শাহজাহান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম জোনের রামু রাবার বাগানের ১৬ একর স্থানীয় এক ব্যক্তির দখল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে। সেখানে ২০ জন ঘর তুলেছিল।
হাছান মাহমুদের ভাইয়ের দখল থেকে আরও ১০০ একর ভূমি উদ্ধার
এছাড়া রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের দেড় একর, দাঁতমারা রাবার বাগানের ০.১০ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার বাগানের ১১ একর জমি উদ্ধার হয়েছে।
এসব দখলের ঘটনায় বন শিল্প করপোরেশনের কেউ জড়িত ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে চাকরি করে এমন কেউ জড়িত নেই। তবে আগে চাকরি করতেন, পরে অবসরে গেছেন এমন কেউ জড়িত থাকলেও থাকতে পারে।
বন বিভাগের সিলেট জোনের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, সিলেট জোনের রূপাইছড়া রাবার বাগানের ২৩.৭৪ একর জমিও উদ্ধার করা হয়েছে। এর আগে ডাবুয়া রাবার বাগানের ১০ একর, কাঞ্চননগর রাবার বাগানের ১৩ একর ও রাঙ্গামাটিয়া রাবার বাগানের ১৮.৭৫ একর জমি জবরদখলমুক্ত করা হয়।