ভালো থেকো দ্রাবিড়

কামালউদ্দিন নীলুকামালউদ্দিন নীলু
Published : 15 May 2022, 05:47 AM
Updated : 15 May 2022, 05:47 AM


(আবৃত্তিশিল্পী হাসান আরিফ স্মরণে)

আমার সেলফির সব ক্ষ্যাপাটে
বিদ্রোহী বন্ধুদের নাম একে একে মুছে যায়,
অবশেষে মুছে যায় তোমার নামও হে দ্রাবিড়।
কতদিন হ'য়া গেল, তোমার শব্দখান যে না পাই,
অপেক্ষায় অপেক্ষায়, অপেক্ষায়
থাকতে থাকতে হয়রান যে হায়;
অবশেষে খবরখান যে পাই, তুমি বিরক্ত হ'য়া
কোথায় না কোথায় হ‍্যাপা মারছো একখান।
মারো মারো হ‍্যাপা-
সকলেই খুঁজিছে, পাতিপাতি করে খুঁজিতেছে, খুঁজছে তোমাকে-
তুমি নাই, কোথাও নাই, কোনোখানে নাই,
নাই, নাই, তুমি কোনোখানে নাই।
একি তাজ্জব কারবারি কান্ড একখান
তোমার কবিতার আসরেও যে তুমি নাই,
তুমি ছাড়া শহীদ মিনার
অনন্তর খাড়ায়ে রয় নূরের আলেয়ায়-
'নিজেই তাজ্জব তুমি একদিকে যাইবার চাও,
ডাহুক উড়াইয়া দিয়া তারপর আবার'-
দেখা যায়, দেখা যায় ধোঁয়া ধোঁয়া ধোঁয়াশার মাঝে
খাড়ায়া আছো তুমি আরেকটা মিনার হ'য়া।
এ'যে আমারই এক স্বপ্ন কুহক-
ছড়ানো ডানায় রাত্রি হয়ে আমার ঘুম কেড়ে নিয়ে
চকচকে চাঁদের আলোয় ফিসফাস করে কয়-
কাছে আসো, আসো কাছে, দেখো দেখো,
এ মাটিতে ফাটল যে দেখা যায়,
রাজনীতির শ‍্যাওলা মাখা পাথরের ফাঁকে ফাঁকে,
ফাঁকা ফাঁপা ডুবে যাওয়া ঢিবির মাঝে
শব্দহীন একাত্তরের মৃত যোদ্ধারা আবারও জাগে ।
দেখো, চেয়ে দেখো-
রাজনীতির নষ্ট কোষগুলি ভয়ে জড়সড়।
দেখে নাও তুমি নীলাম্বর নীল,
সহসা সকলের হৃদয়ে
আমার হাতুড়ি আঘাতে আঘাতে
চিৎকার করে কয়-
আমি আবারও শেখাবো তোমাদের-
কী ক'রে ফুলের কুঁড়ি বাড়তে দিতে হয়,
কী ক'রে হেমন্তের বুকে রং মেলাতে হয়।
আমার মৃত‍্যুর সঙ্গীত এখন
তোমাদের মাথার খুলিতে ড্রাম-বিট;
আউট-আউট অতঃপর আউট-
আউট-আউট-আউট
অতঃপর আউট।
হে দ্রাবিড় তোমার পায়ের শব্দে
আমার কন্ঠ ভরাট যে হ'য়া যায়
তোমারই মৃত‍্যুর নিঃশ্বাসে।
অতএব দ্রাবিড় ক্ষমা করো,
এবার শান্তিতে ঘুমোও।