আর্টস ই-বুক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘কলিকাতা কল্পলতা’

admin
Published : 31 Oct 2011, 07:27 PM
Updated : 31 Oct 2011, 07:27 PM

কলিকাতা কল্পলতা

প্রথম প্রকাশ: অজানা

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

(১৮২৭ ১৮৮৭)


এক রহস্যজনক জনশ্রুতি এই যে, ইংরাজেরা যখন প্রথমতঃ এইস্থানে বাণিজ্যালয় স্থাপনার্থ আগমন করিলেন তখন গঙ্গাতীরে দণ্ডায়মান কোন লোককে অঙ্গুলী প্রসারণ পূর্ব্বক স্থানের নাম জিজ্ঞাসা করাতে সে ব্যক্তি সেইদিকে শায়িত এক ছিন্নবৃক্ষ দেখিয়া মনে করিল সাহেবরা কবে ঐ বৃক্ষছেদন হইয়াছে, তাহাই জিজ্ঞাসা করিতেছেন। অতএব সে উত্তরচ্ছলে কহিল—"কালকাটা"। সেই হইতে ইংরাজেরা ইহার নাম "ক্যালকাটা" রাখিলেন।–কলিকাতা কল্পলতা