Published : 01 Oct 2022, 02:01 PM
সমস্তই পাল্টে গেছে
হয়ে গেছে ভিন্ন রকম।
জানালা থেকে বৃষ্টি ও বাঁদর দেখছি
দেখছি পেঙ্গুইন, কালো কালো লেটার বক্স
মানুষ দেখতে পাচ্ছি না।
মাইগ্গো মা!
আমিও কি মানুষ আছি ভাই!
আমার চোখের ভেতর আগুনরঙা চুল
বুকের মধ্যে বড়শী ও বাঘ
জিহ্বার মাথায় বিষাক্ত নখ
এখন আমার চার এর অধিক পা
সারাক্ষণ খুলে আছি বর্জ্য ও বিষ্ঠাভরা হা।
কপালে উপাসনার উল্কি গেঁথে
স্বর্গের বুকিং বরাদ্দের করছি ঠিকাদারী।
আকাশের উপমা এখন
এই বাঁদরদের হাতেই জিম্মি।
এদের দূর্গন্ধময় দাঁতময়, দস্যুবীর্যে জন্ম,
খোঁচা খোঁচায় কথায় তারা অনবরত দিচ্ছে লাফ
বাপরে বাপ!
এরা উটের গ্রীবাভঙ্গীতে আমাদের ব দ্বীপে,
এ জলিষ্ণু অঞ্চলে মরুভূম ডেকে এনে
এর তার উপর তাক করছে অস্ত্র
অবিশ্বাস্য হয়ে গেছে
আমাদের দিন ও রাত।।