Published : 04 Apr 2022, 02:26 PM
একটি ফুলের নাম বলতে
সবার মতই বলি
গোলাপ তাহার নাম
দ্বিতীয় কিছু বলতে গেলেই
আমার আমি ভিন্ন হয়ে ফুটি।
একটি শহর বলতে গেলে বলি
ঢাকা তাহার নাম
একটি নদীর নাম চাইলে
বুকের মধ্যে সুর তোলে সে
পাগল-করা সুরমা পাড়ের গান।
জানি না তো কখন থেকে
একটি শব্দ কবিতা হয়েছে,
গান হয়েছে রবীন্দ্র
শাড়ির সবুজ গা হয়েছে
টিপ হয়েছে পবিত্র।
একটি ভাষা বাংলা ভাষা
একটি তৃণ ঘাস
দেশের নাম বাংলাদেশ
শস্য হলো সোনা রঙের
আশ্চর্য সেই ধান।
অনুভূতি একটিই আছে
তাহা ভালোবাসা
একটি মায়া ভাবতে গেলে
মায়ের মুখটিই আশা।
একটি মানুষ খুঁজতে গেলে দেখি
শুধু তুমিই বঙ্গবন্ধু, তুমি যে অশেষ।
একটি টিপে ললাটে আঁকি
বাংলারূপের সূর্যদীপ্ত রেশ॥
৩ এপ্রিল ২০২২
লন্ডন