Published : 21 Aug 2024, 03:23 PM
বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রূপাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
ঢাকার পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরা আমাদের হেফাজতে রয়েছে। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার জন্য বুধবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ধরতে বিমানবন্দরে যান এ সাংবাদিক দম্পতি।
বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা জানান, তাদের ফ্লাইট ছিল ৬টা ২০ মিনিটে। তারা ফ্লাইট মিস করে বিমানবন্দর ত্যাগ করেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
শাকিল ও রূপাকে গত ৮ অগাস্ট চাকরি থেকে অব্যাহতি দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। এ সাংবাদিক দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।
প্রবল গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর গত ১০ অগাস্ট জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে একটি চিঠি পাঠান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের ও আবদুল হান্নান মাসুদ।
তাতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ৫০ জন সাংবাদিকের একটি তালিকা দিয়ে বলা হয়, এসব সাংবাদিক প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগকে মদদ এবং উসকানি দিয়েছেন। এভাবে তারা ছাত্রদের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী’ অপরাধে জড়িত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এসব সাংবাদিককে সাংবাদিকতা অঙ্গনে নিষিদ্ধ করার দাবি তোলেন আব্দুল কাদের ও আবদুল হান্নান। ওই তালিকার ৫০ সাংবাদিকের মধ্যে শাকিল ও রূপার নাম আছে।
আরও পড়ুন: