Published : 28 Dec 2023, 11:45 PM
২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রোমানিয়া ও বুলগেরিয়া এবার আকাশ ও সমুদ্রপথে ইউরোপের পাসপোর্টমুক্ত অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে প্রবেশ করবে দেশ দুটি।
২০২৪ সালের মার্চ মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দুই দেশের কর্মকর্তারা একথা জানিয়েছেন। স্থলসীমান্ত খুলে দেওয়ার জন্য আগামী বছরও আলোচনা চলবে বলে জানিয়েছে বিবিসি।
অস্ট্রিয়া এই শেনজেন অঞ্চল সম্প্রসারণের বিরোধিতা করেছিল আরও অবৈধ অভিবাসী প্রবেশ করতে পারে এই ভয়ে। তবে পরে তারা দুই বলকান রাষ্ট্রকে এই জোনে প্রবেশ করতে দিতে রাজি হয়।
শেনজেন অঞ্চলে বর্তমানে ২৭টি দেশ রয়েছে। ৪০ কোটি মানুষ এই অঞ্চলে অবাধে যাতায়াত করতে পারে। রোমানিয়া ও বুলগেরিয়া ১০ বছরেরও বেশি সময় ধরে এই শেনজেন অঞ্চলে প্রবেশের চেষ্টা করে আসছিল।
তারা এই অঞ্চলে পূর্ণভাবে প্রবেশ করলে কেবল আয়ারল্যান্ড এবং সাইপ্রাসই ইইউ দেশ হিসাবে এর বাইরে রয়ে যাবে।
রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ২৩ ডিসেম্বর তারা অস্ট্রিয়া ও বুলগেরিয়ার সঙ্গে একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছেছে।