“ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা, জলদস্যুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ,” লিখেছেন মোদী
Published : 19 Mar 2024, 01:25 PM
সোমালি জলদস্যুদের কবল থেকে ‘এমভি রুয়েন’ জাহাজের বুলেগেরীয় নাগরিকদের উদ্ধারের ঘটনায় ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন ইউরোপীয় দেশটির প্রেসিডেন্ট রুমেন রাদেভ, যার জবাব দিয়েছেন মোদী নিজেও।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রাদেভের পোস্টের প্রত্যুত্তরে মঙ্গলবার মোদী লিখেছেন, “আমরা খুশি যে ওই জাহাজের সাত বুলগেরিয়ান নাগরিক এখন নিরাপদ এবং শিগগিরই বাড়ি ফিরছেন। ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা, জলদস্যুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”
ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহকে নিয়ে আলোচনার মধ্যেই শনিবার মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে উদ্ধারের খবর দেয় ভারতীয় নৌবাহিনী। প্রায় ৪০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে সোমালি জলদস্যুদের ছিনতাই করা ওই জাহাজটি উদ্ধারের কথা জানায় তারা।
বুলগেরিয়ার সাত নাগরিকসহ জাহাজটির ১৭ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে ভারতের নৌ কমান্ডোরা। অভিযানে আত্মসমর্পণ করে জাহাজে থাকা ৩৫ জলদস্যুর সবাই।
Appreciate your message President @PresidentOfBg . We are happy that 7 Bulgarian nationals are safe and will be returning home soon. India is committed to protecting freedom of navigation and combating piracy and terrorism in the Indian Ocean region. https://t.co/nIUaY6UJjP
— Narendra Modi (@narendramodi) March 19, 2024
এমভি রুয়েনকে উদ্ধারের পর বুলগেরিয়ার প্রেসিডেন্ট এক্সে লিখেন, “রুয়েন ও এর বুলগেরিয়ার সাত নাগরিকসহ ক্রুদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনীর সাহসী পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।”
হিন্দুস্তান টাইমস লিখেছে, ওই ঘটনায় রোববার বুলগেরিয়ার উপ প্রধানমন্ত্রীও ভারত, প্রধানমন্ত্রী মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত বছরের ১৪ ডিসেম্বর জাহাজটি ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। পরে জলদস্যুরা অন্যান্য জাহাজ ছিনতাই করতে এমভি রুয়েন ব্যবহার করা শুরু করে। ভারতীয় নৌবাহিনী এবং বিশেষ কমান্ডোদের একটি দল গত শুক্রবার এমভি রুয়েন উদ্ধারের অভিযান শুরু করে।
এনডিটিভি জানায়, এমভি রুয়েনকে কোণঠাসা করতে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। এছাড়াও নৌবাহিনীর আরো কয়েকটি জাহাজ, ড্রোন, উড়োজাহাজ এবং মেরিন কমান্ডোরা এই অভিযানে অংশ নেন।
শনিবার ভারতীয় নৌবাহিনী সফলভাবে এমভি রুয়েন এর নিয়ন্ত্রণ নেয়। এই অভিযানে কেউ হতাহত হয়নি বলে জানায় ভারতীয় নৌবাহিনী।
বাংলাদেশের এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের সময়ও জলদস্যুরা এমভি রুয়েনকে ব্যবহার করে থাকতে পারে বলে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের ধারণা।