চলতি সপ্তাহে ইউক্রেইনে রুশ বাহিনীর পাঁচ সামরিক অঞ্চলের দুটির একাধিক কমান্ডারকে বরখাস্ত করেন পুতিন।
Published : 09 Oct 2022, 01:52 AM
ইউক্রেইনে যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব বদলে নতুন কমান্ডার বেছে নিয়েছেন পুতিন। এক সপ্তাহের মধ্যে শীর্ষ সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এটি মস্কোর তৃতীয় নিয়োগ বলে খবর দিয়েছে রয়টার্স।
যুদ্ধে সাম্প্রতিক সময়ে সুবিধা করতে না পারার খবরের মধ্যে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান বাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিনকে ইউক্রেইনে সার্বিক যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তবে ৫৫ বছর বয়সী এই জেনারেল ইউক্রেইনে রুশ বাহিনীর নেতৃত্বে কার স্থলাভিষিক্ত হচ্ছেন তা জানায়নি রাশিয়া।
রয়টার্স লিখেছে, এই সেনা কর্মকর্তা এর আগে ২০০৪ সালে চেচনিয়া যুদ্ধে গার্ড ডিভিশনকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৭ সালে সিরিয়া যুদ্ধে অংশ নিয়ে পদকও জিতেছেন।
চলতি সপ্তাহে ইউক্রেইনে রুশ বাহিনীর পাঁচ সামরিক অঞ্চলের দুটির একাধিক কমান্ডারকে বরখাস্ত করার মধ্যে যুদ্ধের ময়দানে নতুন এই সেনাপ্রধান নিয়োগ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেইনের রণাঙ্গনে রাশিয়ার যুদ্ধ আসলে চালাচ্ছে কে?
গার্ডিয়ানের এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে গুলি চালানো এই জেনারেল ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর নেতৃত্বে ছিলেন।
রুশ অ্যারোস্পেস ফোর্সের সাবেক প্রধান সুরোভিকিনকে চলতি গ্রীষ্মে দক্ষিণাঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।