গাজায় বিপর্যয়কর মানবিক সংকট সমাধানে আরও ত্রাণ সেখানে ঢুকতে দেওয়ারও আহ্বান জানান পোপ।
Published : 25 Dec 2023, 07:59 PM
ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিন উদযাপনের সূচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সেখানে উপস্থিত হাজার হাজার মানুষের সামনে দেওয়া ভাষণে বড়দিনের বার্তায় গাজায় যুদ্ধ বন্ধ করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গাজায় বিপর্যয়কর মানবিক সংকট সমাধানে আরও ত্রাণ সেখানে ঢুকতে দেওয়ারও আহ্বান জানান পোপ।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দু’পক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পেরিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪২৪ জনে। আহত হয়েছে আরও লাখো মানুষ।
বড়দিনের ভাষণে পোপ ইসরায়েল ও ফিলিস্তিন দুপক্ষেরই সহিংসতার জন্য দুঃখ প্রকাশ করেন। গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে যাদেরকে জিম্মি করেছিল তাদেরকে মুক্তি দেওয়ার আহ্বান আবারও জানান পোপ।
পাশাপাশি গাজায় ইসরায়েলের হামলায় ‘অগনিত নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে পড়ছে’ উল্লেখ করে এমন নির্মম সামরিক অভিযান বন্ধ করার আবেদন জানান তিনি।
বিশ্বে অন্যান্য যুদ্ধের মধ্যে পোপ ইউক্রেইনে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন। ইউক্রেইনে প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া।
এই যুদ্ধ বন্ধের আহ্বান জানানো ছাড়াও বছরের পর বছর ধরে যুদ্ধ এবং অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে দ্রুত রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করার কথা জানিয়েছন পোপ।
বিশ্বের অন্যান্য গোলযোগপূর্ণ অঞ্চল আর্মেনিয়া ও আজারবাইজানসহ আফ্রিকা, উত্তর ও দক্ষিণ কোরিয়ার কিছু অঞ্চলের সংকটেরও শান্তিপূর্ণ সমাধান কামনা করেছেন পোপ।