গত বছরের ৯ ডিসেম্বর জাতীয় পতাকা ও নথিবিহীন জাহাজ মারওয়ান ১ থেকে ওইসব বুলেট ও গোলাবারুদ জব্দ করা হয়।
Published : 05 Oct 2023, 12:38 PM
ইরানের কাছ থেকে গত বছর জব্দ করা প্রায় ১১ লাখ গোলাবারুদ যুক্তরাষ্ট্র কিইভকে দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের সামরিক বাহিনী।
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রম তদারকি করা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ডিসেম্বরে ইয়েমেনগামী একটি জাহাজ থেকে বুলেট ও গোলাবারুদগুলো জব্দ করা হয়েছিল। সোমবার সেগুলো ইউক্রেইনকে দেওয়া হয়েছে।
গত বছরের ৯ ডিসেম্বর জাতীয় পতাকা ও নথিবিহীন জাহাজ মারওয়ান ১ থেকে ওইসব বুলেট ও গোলাবারুদ জব্দ করা হয়।
বিবিসি জানিয়েছে, জুলাইয়ে সম্পত্তি বাজেয়াপ্ত আইনের আওতায় জব্দ করা এসব গোলাবারুদের মালিকানা পায় যুক্তরাষ্ট্র। ওই আইন অনুযায়ী, মালিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আছে বলে মনে করা হলে তার সম্পদ বাজেয়াপ্ত করা যায়।
এ ঘটনায় ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা গোপনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এসব সমর সরঞ্জাম পাঠাচ্ছিল।
ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে হুতি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান। ২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবে এই গোষ্ঠীটির কাছে অস্ত্র, গোলাবারুদ সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই নিষেধাজ্ঞা না মেনে মারওয়ান জাহাজে করে হুতিদের বুলেট ও গোলাবারুদ সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ।
২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিয়ে তৎকালীন পশ্চিমাপন্থি সরকারকে উৎখাত করার পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।
দেশটির ক্ষমতাচ্যুত সরকারই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হিসেবে থেকে যায়। এই সরকারকে ফের সানার ক্ষমতায় বসাতে ইয়েমেনের গৃহযুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই জোট বাহিনীকে সব ধরনের সমর্থন দিয়ে আসছে।
গত বছরের শেষার্ধে ইরানের বিরুদ্ধে ওঠা অভিযোগে বলা হয়, তারা ইউক্রেইন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে, বিশেষ করে ড্রোন।
সম্প্রতি ইউক্রেইনের পশ্চিমা মিত্ররা সতর্ক করে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেইন যে হারে গোলাবারুদ ব্যবহার করছে তার সঙ্গে তাদের উৎপাদন লাইন তাল মেলাতে হিমশিম খাচ্ছে।