ভারত সরকারের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দিয়ে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
Published : 31 Oct 2023, 11:25 PM
অ্যাপল থেকে ফোন হ্যাকিং বিষয়ে পাঠানো এক সতর্কবার্তা নিয়ে মঙ্গলবার দিনভর সরগরম ছিল ভারতের রাজনীতি। দেশটির বিভিন্ন বিরোধী দলের কয়েকজন নেতা এদিন নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তাদের ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ তুলেছেন।
যে অভিযোগের সূত্রপাত ঘটান পশ্চিম বঙ্গের কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে দাবি করেন, মোদী সরকার তার আইফোন হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপেল কোম্পানি থেকে তার ফোনে তেমনই একটি সতর্ক বার্তা এসেছে।
প্রমাণ হিসেবে তিনি পোস্টের সঙ্গে অ্যাপেল থেকে পাওয়ার ম্যাসেজের স্ক্রিনশটও দেন।
যেখানে লেখা রয়েছে, “রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা আপনাকে টার্গেট করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত আছে সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন..সম্ভবত এ সব দেখে হ্যাকাররা নির্দিষ্ট করে আপনাকেই টার্গেট করেছে।”
তারপর একই অভিযোগ এনে একে একে আরো বেশ কয়েকজন নেতা নিজেদের পাওয়া অ্যাপেলের সতর্কবার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এই নেতাদের মধ্য ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীও রয়েছেন বলে জানায় কলকাতার দৈনিক আনন্দ বাজার।
সঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর, আম আদমি পার্টি নেতা রাঘব রাড্ডা, শিবসেনা মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি এবং কংগ্রেস নেতা পবন খেরাও একই অভিযোগ তোলেন।
এদিকে, বিরোধী নেতাদের আনা এই অভিযোগ ‘অমূলক’ বলে উড়িয়ে দিয়ে মোদী সরকার কেনো অ্যাপল থেকে ‘রাষ্ট্রীয় মদতে হ্যাকিং চেষ্টার’ সতর্কবার্তা এলো তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
অ্যাপল থেকেও এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। তারা বলেছেন, কিছু বার্তা ‘মিথ্যা সংকেতও’ হতে পারে। তবে এ বিষয়ে আরো বেশি তথ্য দিলে তা ভবিষ্যতে ‘রাষ্ট্র পরিচালিত হ্যাকারদের’ জন্যই সুবিধাজনক হবে বলেও জানিয়েছে মার্কিন এই সংস্থাটি।
এ বিষয়টি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন রাহুল গান্ধী। যেখানে তিনি আরো অভিযোগ তুলে বলেন, প্রধানমন্ত্রী মোদীর ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে যে সাংসদরা সরব হয়েছেন কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাদের ফোনই হ্যাক করার চেষ্টা করেছে।
যেটিকে তিনি বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ কে বিপথগামী করার চেষ্টা বলেও বর্ণনা করেন। বলেন, “মোদী চান না বিরোধীরা যে পথে এগোচ্ছেন সে পথে আরো এগিয়ে তারা লক্ষ্যে পৌঁছে যান।”
জবাবে মোদী সরকারের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, “বিরোধীরা সব সময় সমালোচনার অজুহাত খুঁজতে থাকে। সরকারকে আক্রমণের বড় কোনো কারণ খুঁজে না পেয়ে এখন তারা হ্যাকিং নিয়ে আওয়াজ তুলছেন।
“অ্যাপলের ওই সতর্কবার্তা শুধু ভারত নয় বরং আরো অন্তত ১৫০টি দেশে গেছে। কোনো ওই সতর্কবার্তা পাঠানো হলো তা বিশদে জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”