এর আগে গত ১৭ সেপ্টেম্বর নরসিংদী অঞ্চলে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প হয়।
Published : 21 Oct 2023, 01:59 PM
উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের গোয়ালপাড়া থেকে ২৪.২ কিলোমিটার দক্ষিণে এবং ভুটানের শারপাং থেকে ১০৬.৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৩৬ কিলোমিটার উত্তর পূর্ব দিকে।
এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর নরসিংদী অঞ্চলে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প হয়, যা রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়। তার আগে ১৪ আগস্ট সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)