ঝড়ের পর উদ্ধার অভিযান পরিচালনার জন্য টেনেসির ক্লার্কসভিল নগরীতে রোববার স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
Published : 10 Dec 2023, 01:50 PM
যুক্তরাষ্ট্রের টেনেসিতে শনিবার রাতে ঝড়ে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। ঝড়ের সময় প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
যুক্তরাষ্ট্রের দক্ষিণের এই রাজ্যটিতে ঝড়ে কয়েকটি বাড়িঘর ভেঙে যাওয়ার খবরও পাওয়া গেছে।
বিবিসি জানায়, প্রাদেশিক রাজধানী ন্যাশভিলে উত্তরের একটি শহরতলীতে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আর ক্লার্কসভিল নগরীতে একটি শিশু ও দুইজন প্রাপ্ত বয়স্ক প্রাণ হারিয়েছেন।
নগরীর মেয়র জো পিটস সেখানে জরুরি অবস্থা জারি করেছেন এবং রোববার স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত নগরীতে কারফিউ জারি করা হয়েছে।
তিনি বলেন, “এটা বিপর্যয়কর খবর এবং যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের জন্য আমাদের হৃদয় সমবেদনায় পূর্ণ।
“কঠিন এই সময়ে তাদের সহায়তা করতে নগর প্রশাসন প্রস্তুত আছে।”
আশেপাশের এলাকার আরো প্রায় ২৩ জন ঝড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঝড়ের মধ্যে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে (রোবার জিএমটি ০৩:৩০) প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের পরের ভিডিওতে দেখা যায়, গাড়ি উল্টে আছে, বড় বড় গাছ উপড়ে রাস্তায় উপর পড়ে আছে। কোথাও কোথাও বাড়িঘরও ধসে পড়ে আছে।
একটি ভিডিওতে আকাশ থেকে ভূমি পর্যন্ত একটি টর্নেডোর ফানেল দেখা যায়। তখন পুরো আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছিল।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস শনিবার টেনেসিতে একাধিক টর্নেডোর আঘাত হানার সতর্কতা জারি করেছিল।