“ঠাণ্ডার কারণে তাদের যুদ্ধ তো বটেই, চলাফেরাও কঠিন হয়ে পড়বে।”
Published : 08 Feb 2024, 04:38 PM
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে ইউক্রেইন আর মাত্র ৩০ দিন বা তার চেয়ে কিছু সময় বেশি পাবে। এরপরই আবহাওয়ার বাধার কারণে সেনারা আর পাল্টা আক্রমণ শানাতে পারবে না।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি বিবিসিকে একথা বলেছেন।
তিনি বলেন, ঠাণ্ডা আবহাওয়ার কারণে ইউক্রেইনের সেনাদের পাল্টা আক্রমণ চালানো কঠিন হবে। ঠাণ্ডার কারণে তাদের যুদ্ধ তো বটেই, চলাফেরাও কঠিন হয়ে পড়বে।
মার্কিন শীর্ষ জেনারেল এ সময় স্বীকার করেন যে, ইউক্রেইনের পাল্টা আক্রমণে প্রত্যাশার চেয়ে অনেক ধীরে অগ্রগতি অর্জন হচ্ছে। তবে এখনও প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। ইউক্রেইনীয়রা এখনও ধীরগতিতে হলেও এগুচ্ছে।
পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে কি না, সেটি এখনই বলা যাচ্ছে না জানিয়ে মিলি বলেন, “এখনও হাতে অনেক সময় আছে। প্রায় ৩০ থেকে ৪৫ দিন আছে শীত আসতে, তাই ইউক্রেইনীয়দের আশা এখনও ফুরায়নি। যুদ্ধ এখনও শেষ হয়নি, তবে তারা (ইউক্রেনীয়রা) এখনও সেই লক্ষ্য অর্জন করতে পারেনি, যা এত দিন ধরে অর্জনের চেষ্টা করে আসছে।” সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)