জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ওয়াশিংটনে এ সপ্তাহের বৈঠকেই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
Published : 09 Apr 2024, 09:41 PM
জাপানের বুলেট ট্রেন দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রথম উচ্চ-গতির রেল নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
ফলে চলতি সপ্তাহেই ওয়াশিংটনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে বুলেট ট্রেনের এই প্রকল্প নিয়ে আলোচনা করতে পারেন বাইডেন। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা একথা জানিয়েছেন।
বুধবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর পরই দুই নেতা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।
গত ৯ বছরের মধ্যে এই প্রথম কোনও জাপানি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। দুই দেশের মধ্যে আরও নিবিড় অর্থনৈতিক সম্পর্ক ও নিরাপত্তার বহিঃপ্রকাশই এ সফরের লক্ষ্য।
দুই নেতার শীর্ষ বৈঠকের প্রস্তুতি সংশ্লিষ্ট তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, টেক্সাসের ডালাস থেকে হিউস্টন পর্যন্ত উচ্চগতির রেল প্রকল্প থাকবে বাইডেন ও কিশিদার বৈঠকের আলোচ্যসূচিতে।
ওই কর্মকর্তাদের দুইজন বলেন, বৈঠক শেষে এ বিষয়ে যৌথ বিবৃতিও আসতে পারে।
তবে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এ প্রকল্প এখনও সে পর্যায়ে যায়নি, যে পর্যায়ে গেলে দুই দেশের নেতা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নয়ে অগ্রগতির ঘোষণা দিতে পারেন।
তাছাড়া সব কর্মকর্তাই জানিয়েছেন, এ বিষয়ে সফরের আগে চূড়ান্ত চুক্তির বিষয়গুলো পরিবর্তন হতে পারে।