Published : 29 Oct 2022, 10:03 PM
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়িবোমা হামলায় বহু হতাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও পুলিশ।
কারা এ হামলা চালিয়েছে তা জানা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে মোগাদিশু ও এর আশপাশে জঙ্গিগোষ্ঠী আল শাবাব এ ধরনের অনেক হামলা চালিয়েছে।
“দুটি গাড়িবোমা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে,” বলেছেন পুলিশ ক্যাপ্টেন নুর ফারাহ।
তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রথম বোমাটি আঘাত হানার পর অ্যাম্বুলেন্স ও লোকজন যখন হতাহতদের সরিয়ে নিতে আসে, তখনই দ্বিতীয় বিস্ফোরণটি হয়।
মন্ত্রণালয় পাহারার দায়িত্বে থাকা হাসান নামের এক পুলিশ কর্মকর্তা জানান, তিনি অন্তত ১২টি মৃতদেহ এবং ২০ জনের বেশি আহত দেখেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সনা বলেছে, বিস্ফোরণে বহু হতাহত হয়েছে, যাদের মধ্যে স্বাধীন সাংবাদিক মোহাম্মদ ইসে কনাও আছেন।
বিস্ফোরণস্থলের কাছেই থাকা এক সাংবাদিক জানান, দু্টি বোমাই বিস্ফোরিত হয়েছে কয়েক মিনিটের ব্যবধানে। বিস্ফোরণের তোড়ে আশপাশের অনেক ভবনের জানালাও চুরমার হয়ে গেছে।
“প্রথম বিস্ফোরণে হতাহতদের সরিয়ে নিতে যাওয়া আমাদের একটি অ্যাম্বুলেন্স দ্বিতীয় বিস্ফোরণে পুড়ে যায়,” বলেছেন আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের আবদিকাদির আবদিরহমান।
ওই বিস্ফোরণে গাড়ির চালক ও প্রাথমিক চিকিৎসা কর্মী আহত হয়েছেন, বলেছেন তিনি।
আল-কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ায় সরকার উৎখাত করে কঠোর শরিয়া আইনভিত্তিক শাসন কায়েম করতে চাইছে।