ইউক্রেইনকে এফ-১৬ জঙ্গিবিমান দেওয়া হবে ‘বিশাল ঝুঁকি’: রাশিয়া

ইউক্রেইনকে জঙ্গিবিমান সরবরাহ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়াররি দেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী।

রয়টার্স
Published : 20 May 2023, 04:39 PM
Updated : 20 May 2023, 04:39 PM

পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে রাশিয়া বলছে, তারা ইউক্রেইনকে এফ-১৬ জঙ্গিবিমান দিলে বিশাল ঝুঁকিতে পড়বে।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকোর উদ্ধৃতি দিয়ে শনিবার দেশটির তাস বার্তা সংস্থা একথা জানিয়েছে।

নেটো দেশগুলোর কাছে ইউক্রেইন এফ-১৬ দেওয়ার অনুরোধ জানিয়েছে। দেশটিকে এই জঙ্গিবিমান সরবরাহ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই হুঁশিয়াররি দেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেইন এখনও জঙ্গিবিমান সরবরাহের প্রতিশ্রুতি পায়নি।

তবে ইউক্রেইনের পাইলটদের এফ-১৬ জঙ্গিবিমান চালানো শেখাতে মিত্র দেশগুলো যে যৌথ প্রশিক্ষণের পরিকল্পনা করছে ওয়াশিংটনের তাতে সমর্থন আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো এখনও যুদ্ধ বাড়ানোর পথে চলছে। এতে তাদের জন্য বিশাল ঝুঁকি রয়েছে।

“এধরনের যে কোনও ক্ষেত্রে বিষয়টি আমাদের সব পরিকল্পনার মধ্যে চলে আসবে এবং আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তা অর্জনের জন্য আমাদের সব কিছুই আছে।”