নিপা ভাইরাস সংক্রমণ বাড়ায় কেরালায় বন্ধ স্কুল-অফিস-গাড়ি

ভাইরাস আক্রান্ত একজন প্রাপ্ত বয়স্ক এবং একটি শিশুর হাসপাতালে চিকিৎসা চলছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2024, 11:17 AM
Updated : 29 Jan 2024, 11:17 AM

ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় প্রাণঘাতী নিপা ভাইরাসে দুজনের মৃত্যুর পর সংক্রমণ প্রতিরোধে কয়েকটি এলাকায় বুধবার স্কুল-অফিস এবং গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। ভাইরাসের এই ধরনটিকে ‘বাংলাদেশ ভ্যারিয়ান্ট’ বলে চিহ্নিত করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভীণা জর্জ।

ভাইরাস আক্রান্ত একজন প্রাপ্ত বয়স্ক এবং একটি শিশুর হাসপাতালে চিকিৎসা চলছে। আক্রান্তদের সংস্পর্শে এসেছে, এমন আরও ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সাধারণত আক্রান্ত বাদুর, শূকর ও মানুষ থেকে মানুষের দেহে নিপা ভাইরাস সংক্রমিত হয়।

রাজ্য সরকার আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে তাদের অন্যদের থেকে বিচ্ছিন্ন করে ফেলার মাধ্যমে ভাইরাস সংক্রমণ প্রতিরোধের চেষ্টা করছে।

এবার ভাইরাসের যে ধরনটি ছড়িয়েছে, সেটি ‘বাংলাদেশ ভ্যারিয়ান্ট’- সাংবাদিকদের একথা জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভীণা জর্জ। এটি মানুষ থেকে মানুষে ছড়ায়। উচ্চমাত্রায় প্রাণঘাতী হলেও অতীতে এটির সংক্রমণ গতি ধীর ছিল। ২০১৮ সালের পর এ নিয়ে চতুর্থবার কেরালায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিল। সংবাদ সূত্র: রয়টার্স

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)