বর্তমানে তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করছেন।
Published : 28 Oct 2023, 08:10 AM
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান প্রয়াত ইয়েভগেনি প্রিগোজিনের সাবেক সহযোগী আন্দ্রেই ত্রোশেভকে ইউক্রেইনে রুশ স্বেচ্ছাসেবক যোদ্ধা ইউনিট দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ত্রোশেভ ওয়াগনারের অন্যতম উচ্চপদস্থ কমান্ডার ছিলেন। বর্তমানে তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করছেন।
ত্রোশেভকে সম্বোধন করে পুতিন বলেছেন, “আমরা স্বেচ্ছাসেবী যোদ্ধা ইউনিট, যেগুলো আমাদের হয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে, সেগুলো তিনি দেখভাল করতে পারেন; বিশেষ করে যেসব এলাকায় আমাদের বিশেষ সামরিক অভিযান চলছে সেসব এলাকায়।”
রাশিয়ার হয়ে ইউক্রেইনে যুদ্ধ করছিল ওয়াগনারের সেনারা। কিন্তু গত জুনে প্রিগোজিন বিদ্র্রোহ করে বসেন। এরপর গত ২৩ অগাস্ট রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত হন।
এরপর গত বৃহস্পতিবার তার সাবেক সহযোগী ত্রোশেভের সঙ্গে স্বেচ্ছাসেবক ইউনিট দেখভাল করার বিষয়টি নিয়ে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। শুক্রবার রাষ্ট্রীয় টিভিতে বৈঠকটি দেখানো হয়।
রাশিয়ার কমারসেন্ট পত্রিকা জানায়, পুতিন এর আগে ওয়াগনার প্রধান প্রিগোজিন বিদ্রোহ করার কয়েকদিন পরই তার জায়গায় নতুন প্রধান হিসাবে ত্রোশেভের নাম প্রস্তাব করেছিলেন।
রুশ সামরিক নেতৃত্বে অসন্তুষ্ট ছিলেন প্রিগোজিন। এ অসন্তুষ্টি থেকেই তিনি গত জুন মাসের শেষ দিকে বিদ্রোহ করেছিলেন। ইউক্রেইন সীমান্ত থেকে মস্কো অভিমুখে সেনাসহ যাত্রা করেছিলেন প্রিগোজিন। পরে বেলারুশের মধ্যস্থতায় সে যাত্রা বন্ধ করেছিলেন তিনি। এ বিদ্রোহের দু’মাসের মাথায়ই বিমান দুর্ঘটনায় প্রিগোজন মারা যান। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)