ক্যারি জনসন আট মাসের অন্তঃসত্ত্বা।
Published : 19 May 2023, 11:36 PM
আবারও অন্তঃসত্ত্বা, করছেন তৃতীয় সন্তানের অপেক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণাই দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের স্ত্রী ক্যারি জনসন।
ইন্সটাগ্রামে তিনি লেখেন, গত আট মাস ধরে তিনি ‘বেশ ক্লান্তবোধ করেছেন’।
‘‘কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে ছোট্ট একজনের সঙ্গে সাক্ষাৎ হবে, আমরা আর অপেক্ষা করতে পারছি না।”
২০২১ সালের মে মাসে ক্যারিকে বিয়ে করেন জনসন। তাদের দুই সন্তান তিন বছরের উইল্ফ ও দুই বছরের রোমি।
জনসনের প্রথম স্ত্রীর সঙ্গে আরো চারটি সন্তান রয়েছে।
ক্যারি ইন্সটাগ্রামে আরো লেখেন, ‘‘আবারও বড় ভাই হচ্ছে, সেজন্য উইল্ফ
খুবই উত্তেজিত এবং এটা নিয়ে সে ক্রমাগত কথা বলে যাচ্ছে।
‘‘রোমি কিছু বুঝতে পারছে বলে মনে হয় না...শিগগির বুঝবে!”
গত বছর সেপ্টেম্বরে পদত্যাগ করেন জনসন। তিনি যুক্তরাজ্যের প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করেছেন।
ক্যারি তার তৃতীয় স্ত্রী।