উড়িষ্যায় এক্সপ্রেস ট্রেনে আগুনে আতঙ্ক

রাজ্যটির নুয়াপাদা জেলার একটি রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে ভারতের পূর্ব উপকূলীয় রেলওয়ে জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2023, 06:38 AM
Updated : 9 June 2023, 06:38 AM

ভারতের উড়িষ্যায় একটি এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাজ্যটির নুয়াপাদা জেলার একটি রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে ভারতের পূর্ব উপকূলীয় রেলওয়ে জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, সন্ধ্যায় দুর্গ-পুরি এক্সপ্রেস নুয়াপাদার খরিয়ার রোড স্টেশনে পৌঁছানোর পর এর বি৩ বগিতে ধোঁয়া শনাক্ত হয়।

“ব্রেকের অসম্পূর্ণ রিলিজ ও ঘর্ষণে ব্রেক প্যাডগুলোতে আগুন ধরে যায়। আগুন ব্রেক প্যাডগুলোতেই সীমাবদ্ধ ছিল। কোনো ক্ষয়ক্ষতি হয়নি,” বলেছে তারা।

এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আগুন নিভিয়ে পরে ত্রুটিগুলো সরিয়ে তোলা হয়। এরপর রাত ১১টায় ট্রেনটি খরিয়ার রোড স্টেশন ছেড়ে যায়।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং তাদের অধিকাংশই ট্রেনটি থেকে নেমে যান।  

এর আগে গত শুক্রবার উড়িষ্যার বালেশ্বর জেলার বাহানগা বাজার স্টেশনে ভারতের অন্যতম শোচনীয় একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, তাতে ২৮৮ জন নিহত ও ১১০০ জনেরও বেশি মানুষ আহত হয়। এখানে হাওড়া সুপারাফাস্ট এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস নামের দুটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেন দুর্ঘটনায় পড়েছিল।

আরও পড়ুন:

Also Read: উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা: আড়াইশর বেশি মৃত্যু, উদ্ধার অভিযান শেষ

Also Read: উড়িষ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কীভাবে ঘটল?