গাজায় দ্রুত ছড়াচ্ছে সংক্রামক ব্যাধি, উচ্চ ঝুঁকিতে শিশুরা

যুদ্ধ শুরুর পর আড়াই মাসে গাজায় প্রায় এক লাখ ৮০ হাজার মানুষ ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2023, 02:05 PM
Updated : 30 Dec 2023, 02:05 PM

অভিযান চলাতে এবার গাজার উত্তর থেকে দক্ষিণে অগ্রসর হচ্ছে ইসরায়েলের স্থল বাহিনী। প্রাণ বাঁচাতে গত কয়েকদিনে দক্ষিণাঞ্চল থেকে লাখ লাখ ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় শিবিরগুলোতে।

গাদাগাদি করা ভিড়ে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বলে আর কিছু অবশিষ্ট নেই আশ্রয় শিবিরগুলোতে। দেখা দিয়েছে ওষুধের সংকট। স্থায়ী-অস্থায়ী হাসপাতালগুলোতেও উপচে পড়া ভিড়।

এ অবস্থা গাজায় ‘সংক্রামক রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

ডব্লিউএইচও-র কাছে গত ৭ অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত থাকা হিসাব অনুযায়ী গাজায়:

# প্রায় এক লাখ ৮০ হাজার মানুষ ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

# এক লাখ ৩৬ হাজার ৪০০ জন ডাইরিয়ায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে প্রায় অর্ধেক পাঁচ বছরের কম বয়সের শিশু।

# ৫৫ হাজার ৪০০ জন চর্মরোগে ভুগছেন এবং মাথায় উকুন দেখা দিয়েছে।

# ৫ হাজার ৩৩০ জনের জলবসন্ত হয়েছে।

# ৪২ হাজার ৭০০ জন চমড়ায় ভয়াবহ প্রদাহে আক্রান্ত হয়েছেন।

# ৪ হাজার ৬৮৩ জন জন্ডিসে এবং ১২৬ জন মেনিনজাইটিসে আক্রান্ত হন।

ইসরায়েলের সহযোগিতায় শুক্রবার গাজায় ৬ লাখ টিকা সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর গাজার বেশিরভাগ শিশুই নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বঞ্চিত হয়েছে। নতুন টিকাগুলো নিয়মিত টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে।