জ্বালানি সংকট ও চিকিৎসা সরঞ্জামের অভাবে গাজার হাসাপাতলগুলো একে এক বন্ধ হয়ে যাচ্ছে।
Published : 02 Nov 2023, 10:46 PM
গাজায় তুর্কি-ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসারত ক্যান্সার আক্রান্ত রোগীদের তুরস্কে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশটির সরকার।
জ্বালানি সংকটে বুধবার থেকে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।
পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, “যদি প্রয়োজনীয় সমন্বয় করা হয় তবে তুরস্ক ক্যান্সার আক্রান্ত রোগী এবং অন্যান্য যাদের জরুরি সাহায্যের প্রয়োজন তাদের এখানে নিয়ে আসার এবং চিকিত্সা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে তুরস্কে।
“তুরস্ক... আমরা ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে যে কোনও এবং সমস্ত সহায়তা দিতে প্রস্তুত আছি। যাদের সম্পদের অভাবের কারণে হাসপাতাল ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে।”
এরইমধ্যে গাজার একাধিক হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় হাসপাতালের উপর ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ সংক্রান্ত সংস্থাগুলো পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না বলেও মন্তব্য করেছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী। বলেন, “রোগীদের জীবন রক্ষা করা এখন আমাদের দায়িত্ব এবং আমরা এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না।”
এর আগে সংযুক্ত আরব আমিরাত গাজার এক হাজার শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে ওইসব শিশুদের কিভাবে গাজা থেকে বের করে গল্ফ উপসাগরের পাড়ের দেশটিতে নেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা নয় হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি।
মিশর রাফাহ ক্রসিংয়ের কাছে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করে গাজা থেকে আহতদের এনে চিকিৎসা দেওয়া শুরু করেছে।