রুশ আগ্রাসনের ব্যাপারে কিছু দেশ চোখ বুজে রয়েছে: জেলেনস্কি

আরব লীগের শীর্ষ সম্মেলনে শুক্রবার এ অভিযোগ করেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 01:46 PM
Updated : 20 May 2023, 01:46 PM

ইউক্রেইনে রুশ আগ্রাসনের ক্ষেত্রে কিছু আরব দেশের নেতা ‘চোখ বুজে রয়েছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে জেলেনস্কি এ অভিযোগ করেন বলে জানিয়েছে বিবিসি। আকস্মিক সফরে সৌদি আরবে গিয়ে জেলেনস্কি জেদ্দায় আরব লীগ সম্মেলনে যোগ দেন।

আরব লিগের দেশগুলোর মধ্যে কেবল সিরিয়াই খোলাখুলিভাবে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন দিয়েছে। অন্যান্য দেশ মস্কোর সঙ্গে সুসম্পর্ক রক্ষার চেষ্টা করেছে।

জেলেনস্কি বলেন, “দুঃখজনকভাবে এই বিশ্বে কিছু দেশ আছে এবং আপনাদের মধ্যে কেউ কেউ আছেন, যারা যুদ্ধবন্দি এবং রাশিয়ার ভূমিদখলের বিষয়ে চোখ বুজে রয়েছেন।

“আমি এখানে এসেছি, যাতে প্রত্যেকেই প্রকৃত বিষয়টি ঠিকভাবে দেখতে পারে, তা রাশিয়া যতই প্রভাব খাটানোর চেষ্টা করুক না কেন। একটি স্বাধীনতা এখনও থাকা চাই।”

সম্মেলনে সমবেত নেতাদেরকে জেলেনস্কি বলেন, তার দেশ ঔপনিবেশিক এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তার দেশকে সুরক্ষিত রাখতে চেষ্টা করছেন।

জেলনস্কি ইরানকেও একহাত নেন, যদিও দেশটি আরব লিগের সদস্য নয়। রাশিয়াকে ড্রোন সরবরাহ করার জন্য তিনি ইরানের সমালোচনা করেন। তবে ইরান ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে।