তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং জাতিসংঘ দুইই আবার শস্য চুক্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফেরানোর চেষ্টা করছে।
Published : 11 Feb 2024, 04:14 PM
দুই মাসের বেশি সময় আগে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসা রাশিয়া আবার এ নিয়ে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানকে বলেছেন, “আমি জানি আপনি শস্য চুক্তির প্রসঙ্গ তুলতে চান। আমরা এ প্রশ্নে আলোচনা করতে প্রস্তুত।”
চুক্তিটি নিয়ে সমঝোতা হলে তা ইউক্রেইনের শস্য বিশ্ববাজারে সরবরাহে সহায়ক হবে এবং কমে আসবে বিশ্বের খাদ্য সংকট। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেইনের সঙ্গে হওয়া ওই শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়া গত জুলাইয়ে সরে এসেছে। তাদের অভিযোগ ছিল, খাদ্য ও সার রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন দেশে প্রয়োজনের তুলনায় যথেষ্ট শস্য সরবরাহ হচেছ না।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং জাতিসংঘ দুইই আবার শস্য চুক্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফেরানোর চেষ্টা করছে। কৃষ্ণসাগরের সোচি রিসোর্টে এক বৈঠকের শুরুতে এরদোয়ানকে পুতিন বলেছেন, তারা তুরস্কে প্রাকৃতিক গ্যাস হাব নিয়ে আলোচনা সম্পন্ন করার পাশাপাশি শস্য চুক্তি নিয়েও আলোচনা করবেন। সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)