নেটোর প্রশিক্ষণে অংশ নিতে নরওয়েতে বিশ্বের বৃহত্তম রণতরী

ইউক্রেইন যুদ্ধকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে, তার মধ্যেই রাশিয়ার প্রতিবেশী দেশটিতে গেল এ মার্কিন বিমানবাহী রণতরী। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 10:14 AM
Updated : 25 May 2023, 10:14 AM

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর প্রশিক্ষণে অংশ নিতে নরওয়ের রাজধানী অসলোর জলসীমায় পৌঁছেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।

ইউক্রেইন যুদ্ধকে ঘিরে রাশিয়া ও নেটোর মধ্যকার উত্তেজনা এখন তুঙ্গে, তার মধ্যেই বুধবার রাশিয়ার প্রতিবেশী নরওয়ের রাজধানীর জলসীমায় প্রথমবারের মতো এ ধরনের কোনো মার্কিন নৌযান গেল।

এই রণতরী ও এর ক্রুরা আসছে দিনগুলোতে নরওয়ের সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির উপকূল বরাবর প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে, জানিয়েছে নরওয়ের সামরিক বাহিনী।

“এই সফর যুক্তরাষ্ট্র ও নরওয়ের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ নিদর্শন এবং সম্মিলিত প্রতিরক্ষা ও প্রতিরোধের ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য বার্তা,” বলেছেন সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড সেন্টার নরওয়েজিয়ান জয়েন্ট হেডকোয়ার্টারসের মুখপাত্র জনি কার্লসেন।

এই বিমানবাহী রণতরীটি আর্কটিক সার্কেলের উত্তরে যাবে বলে জানিয়েছে নরওয়ের গণমাধ্যম। তাদের খবরের বিষয়ে কার্লসেন কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ।

অসলোর রুশ দূতাবাস নরওয়েতে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতির নিন্দা জানিয়েছে।

“আর্কটিকের উত্তরাঞ্চল নিয়ে এমন কিছুই নেই, যার সামরিক সমাধান বা বাইরের হস্তক্ষেপ লাগবে।

“অসলোতে এটা স্বীকৃত যে নরওয়ের জন্য রাশিয়ার দিক থেকে কোনো ধরনের সরাসরি সামরিক হুমকি নেই। এটা বিবেচনায় নিলে শক্তির এমন প্রদর্শনী অযৌক্তিক ও ক্ষতিকর বলেই মনে হয়,” এক ফেইসবুকে পোস্টে বলেছে তারা।

আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে নরওয়ের সীমান্ত রয়েছে। গত বছর ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ কমে যাওয়ার পর নরওয়ে মহাদেশটির সর্ববৃহৎ গ্যাস সরবরাহকারীতে পরিণত হয়।

বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের ঘটনার পর গত বছরের শেষভাগ থেকে নরওয়ের সামরিক বাহিনী ও তার নেটো মিত্ররা ওই অঞ্চলের উপকূলীয় তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতে টহল দিয়ে আসছে।

আরও পড়ুন:

Also Read: ইউক্রেইন থেকে যোদ্ধা অনুপ্রবেশের ‘কঠোর জবাব’ দেবে রাশিয়া