সিরিায় ইরানপন্থি গোষ্ঠীগুলোর ওপর মার্কিন বিমান হামলা

পেন্টাগন বলেছে, উত্তর সিরিয়ার হাসাকাহর কাছে কোয়ালিশন ঘাঁটিতে বৃহস্পতিবার ড্রোন হামলা চালিয়ে এক মার্কিন ঠিকাদারকে হত্যা করে ইরানপন্থি গোষ্ঠী।

রয়টার্স
Published : 24 March 2023, 12:13 PM
Updated : 24 March 2023, 12:13 PM

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইরানপন্থি গোষ্ঠীগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ইরানি ড্রোন হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত, আরেক ঠিকাদার আহত এবং আরও পাঁচ মার্কিন সেনা আহত হওয়ার জবাবে বৃহস্পতিবার রাতে এ হামলা চলানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন বলেছে, উত্তর সিরিয়ার হাসাকাহর কাছে কোয়ালিশন ঘাঁটিতে বৃহস্পতিবার ড্রোন হামলা চালিয়ে এক মার্কিন ঠিকাদারকে হত্যা করে ইরানপন্থি গোষ্ঠী।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, গোয়েন্দাদের মূল্যায়নে জানা গেছে, যে ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছিল সেটি ইরানের তৈরি। তাছাড়া, সংশ্লিষ্ট ইরাপন্থি গোষ্ঠীর সঙ্গে ইরানের আইআরজিসি বাহিনীর যোগাযোগ রয়েছে। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কোয়ালিশন বাহিনীর ওপর আইআরজিসি সম্পৃক্ত গোষ্ঠীগুলোর সাম্প্রতিক কয়েকদফা হামলার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র আজ বিমান হামলা চালিয়েছে।

তিনি বলেন, “কোনও গোষ্ঠীই আমাদের সেনাদের ওপর হামলা চালিয়ে পার পাবে না।”

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, সিরিয়ায় মার্কিন ওই বিমান হামলায় ৮ ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছে।