সম্পর্ক জোড়া লাগাচ্ছে কাতার-বাহরাইন

দুই দেশের প্রতিনিধিরা রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদরদপ্তরের বৈঠকে সম্পর্ক নতুন করে শুরুর এই সিদ্ধান্ত নিয়েছে।

রয়টার্স
Published : 13 April 2023, 01:32 PM
Updated : 13 April 2023, 01:32 PM

কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরু করতে চলেছে কাতার ও বাহরাইন। কাতারকে আরব দেশগুলোর বয়কট শেষের দু’বছর পর সম্পর্ক ফের জোড়া লাগতে চলেছে।

বাহরাইনের বার্তা সংস্থা (বিএনএ) এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর ২০২১ সালের জানুয়ারিতে কাতারের ওপর সাড়ে তিন বছরের অবরোধ তুলে নেয়।

কিন্তু বাহরাইন ছাড়া আর সব দেশই ২০২১ সালে কাতারের সঙ্গে ভ্রমণ ও বাণিজ্য সম্পর্ক নতুন করে চালু করেছিল। এবার বাহরাইনও কাতারের সঙ্গে সম্পর্ক মেরামতের পথে হাঁটছে।

কাতার ইসলামিক গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কারণে দেশটিকে ২০১৭ সালে বয়কট করেছিল বাহরাইন।

২০২১ সালে এ বয়কটের অবসান হওয়ার পর চলতি বছর জানুয়ারিতে বাহরাইনের যুবরাজ ও কাতারের আমির ফোনে কথা বলেন। তাদের এই ফোনালাপ দু’দেশের মধ্যে সম্পর্কের বরফ গলার পূর্বাভাস দেয়।

এরপর বুধবার দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদরদপ্তরে দ্বিতীয় বৈঠক করেন।

সেখানেই কাতার -বাহরাইন কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রণালয় পৃথক বিবৃতি দিয়ে একথা জানিয়েছে।